নতুন বছর নতুন আশা

স্বাগতম নতুন খ্রিষ্টীয় বর্ষ ২০২০। একটি নতুন বছর, নতুন সম্ভাবনা, নতুন আশা। তাই পুঁজিবাজারের বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যে আমরা স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পদার্পণ করেছি। একটি নতুন দেশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিছু ব্যর্থতা থাকলেও, সাফল্যও হাতছানি দিচ্ছে। আমাদের রয়েছে বিশাল দক্ষ-অদক্ষ পরিশ্রমী জনগোষ্ঠী। যার ৬৫ ভাগই তরুণ। এই তরুণরা মুক্তিযুদ্ধে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে পারি একটি উন্নত সমাজের দিকে। আমাদের শ্রমশক্তি দেশে ও দেশের বাইরে থেকে উন্নয়নে ভূমিকা রাখছে। আমাদের কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। নারীরা এগিয়ে আসছেন বিভিন্ন ক্ষেত্রে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। আমরা যদি এই জনশক্তি কাজে লাগাতে পারি তাহলে, দেশের ভবিষ্যৎ আলোকিত করতে সক্ষম হবো।

২০২০ সাল স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিলো জাতির সব ধরনের মুক্তি। তার এই আকাঙ্খাকে কাজে লাগিয়ে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে গড়ে উঠবে সত্যিকারের সোনার বাংলা। যার মধ্য দিয়ে আমরা বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং গড়ে তুলতে পারবো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আমরা একটি স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমও গড়ে তুলতে পারি। বাংলাদেশের পুঁজিবাজারকে কাজে লাগিয়ে আমাদের শিল্পায়ন ও মেধাবি উদ্যোক্তাদের উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে পারি। পাশাপাশি সম্ভাবনাময় তরুণদের বেকারত্বের অভিশাপ মুক্ত করে কর্মসংস্থানের মাধ্যমে সজীব জীবন দান করাও সম্ভব। এতে ব্যক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে। নতুন বছরে এটিই হতে পারে আমাদের সামগ্রিক প্রত্যাশা।

Tagged