নতুন প্রজন্মের বিশ্বাসযোগ্য পুঁজিবাজার নিশ্চিত করতে হবে

বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে সম্পদের তুলনায় মানুষ বেশি। তাই প্রতিপদে হিসেব করে এগোনোটা দেশের জন্য মঙ্গলজনক। বেশি মানুষকে সমস্যা নয়, সম্ভাবনা হিসেবে মাথায় রেখে আমাদের কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। এ কারণেই বাংলাদেশের পুঁজিবাজারকে নতুন প্রজন্মের কাছে বিশ্বাসযোগ্য এবং উপযোগী হিসেবে গড়ে তোলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

প্রতি বছরই ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। এই প্রজন্মকে স্বাগত জানিয়ে তাদের সঠিক কর্মস্ংস্থানসহ দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা খুবই দরকার। সঙ্গত কারণেই পৃথিবী এগোয়, দেশ এগোয়, বদলে যায় অর্থনীতিসহ সামাজিক চিত্র। এই বদলে যাওয়ার সঙ্গে আমাদের সকলকেই খাপ খাইয়ে নিতে হয়। না হলে পিছিয়ে পড়তে হয় বিশ্ববাস্তবতা থেকে। আমাদের পুঁজিবাজারকেও সেভাবেই দেখা দরকার। এখানে নতুন প্রজন্ম যাতে যুক্ত হয় এবং আস্থার সঙ্গে বিচরণ করতে পারে এমন একটি বাজার ব্যবস্থাপনা দাঁড় করাতে হবে। অতীতের সব ধরনের নেতিবাচক লক্ষণ পুঁজিবাজার থেকে দূর করতে হবে। গড়ে তুলতে হবে বিশ্বমানের বাজারব্যবস্থা। তাহলে নতুন প্রজন্মের মানুষ এতে আগ্রহী হবে। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠবে এবং অর্থনীতি মজবুত হবে বলে  আমরা মনে করি।

Tagged