এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশর খাতের ন্যাশনাল টিউবস লিমিটেড স্টিল স্ট্রাকচার এবং ফেব্রিকেশন ইউনিট স্থাপন করবে।
উৎপাদনে বৈচিত্র্য আনার লক্ষে কোম্পানির পরিচালনা পর্ষদ কারখানা প্রাঙ্গনে এ ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ ইউনিট স্থাপনের জন্য কোম্পানিটি ১ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় ধরেছে। প্রাথমিকভাবে ৬৩ লাখ ৬৫ হাজার টাকা বিনিয়োগ করা হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, নতুন ইউনিট সম্পূর্ণভাবে চালু করার পর বছরে প্রায় ১ হাজার মেট্রিক টন ফেব্রিকেশন উৎপাদন হবে। ফেব্রিকেশন ইউনিট থেকে বছরে প্রায় ৫০ লাখ টাকা রাজস্ব আসবে।
সেই সাথে ফেব্রিকেশন এবং গ্যালভানাইজিং কাজের জন্য সরকারের বিইজেডএ, ইপিজেড, পিডিবি, আরইবি, পিজিসিবি ও বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের সুযোগ রয়েছে।
নতুন এ ইউনিট ৩ ধাপে স্থাপন করার পরিকল্পনা করেছে এ কোম্পানি। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/ঝি