পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা এবং কর্তৃপক্ষ নজরদারি বাড়ালে সুযোগসন্ধানী চক্র পিছু হটবে। এতে কারসাজি কমবে। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। বর্তমান বাজারে আস্থা বাড়ানো খুবই দরকার। আস্থার সংকট রয়েছে বলেই অনেক বিনিয়োগকারী সক্রিয় হতে পারছেন না। বাজার চাঙ্গা করতে হলে নানামুখী পদক্ষেপের পাশাপাশি আস্থা ফিরিয়ে আনতে হবে। তবে পদক্ষেপ যতই নেয়া হোক, কারসাজিচক্রকে বশে আনতে না পারলে বাজারের দীর্ঘস্থায়ী উন্নয়ন সম্ভব নয়।
উন্নতবিশ্বের পুঁজিবাজারগুলো থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে। আমরা যদি শিক্ষণীয় বিষয়গুলো আয়ত্ব করে কাজে লাগাতে পারি তাহলে নিজেদের বাজারের উন্নতি সম্ভব। যখন পুঁজিবাজারে সুশাসন ও নজরদারি বাড়বে, তখন উন্নতবিশ্বের মতো আমাদের বাজারও ধীরে ধীরে কারসাজি মুক্ত হবে। এতে বাজারের কাঠামো মজুবত হবে। তখন সামান্য ঝাঁকুনিতে বাজারে ধস নামবে না। উত্থান-পতনে ভারসাম্য বাজায় থাকবে। বাজার স্বচ্ছ হবে। লেনদেনও গতিশীল হবে। এ কারণেই আগে আমাদের উন্নতবিশ্বের বাজারগুলো দেখে শেখা দরকার। তারা কীভাবে উন্নতি করেছে সেটি খেয়াল করা প্রয়োজন। তারপর আমাদের দেশের বাস্তবতা অনুযায়ী সেগুলো কাজে লাগানো উচিত।