দ্রব্যমুল্যের মতো পুঁজিবাজারেও কি লুটপাট চলছে?

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ শিল্পী ভূপেন হাজারিকার এই গানটি মানুষ বিপদে-দুর্যোগে আদর্শ মন্ত্রের মতো স্বরণ করে। বর্তমানে যেনো স্মরণীয় এই গানকে বৃদ্ধাঙুলি দেখানো হচ্ছে। বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে, উল্টো লুটপাটের প্রতিযোগিতা চলছে। বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রকোপে মহামারি সৃষ্টি হয়েছে। এর প্রভাব পুঁজিবাজারেও পড়ছে। কিন্তু সেখানে স্বাভাবিকভাবে যতটুকু হওয়ার সেটুকুই হচ্ছে। কিন্ত আমাদের পুঁজিবাজারে যা চলছে এটি অনেকটাই লুটপাট। করোনা ভাইরাসকে ইস্যু বানিয়ে এখানে কতিপয়চক্র বিনিয়োগকারীদের সর্বনাশ করছে। আমরা বার বার বলে আসছি আন্তর্জাতিক পুঁজিবাজারের সঙ্গে আমাদের দেশের পুঁজিবাজারের কোনো সংযোগ নেই। এছাড়া করোনাভাইরাসে বহু আগে থেকেই আমাদের পুঁজিবাজার বিপর্যস্ত। এখানে কতিপয় চক্রের কারসাজি সেই ’৯৬ এর পর থেকেকেই চলে আসছে। কিছুতেই তাদের এই তৎপরতা বন্ধ হচ্ছে না। এখন করোনাভাইরাসে কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এটিকে কেন্দ্র করে কারসাজি চক্র আরো বেশি চক্রান্ত ও লুটপাট করে যাচ্ছে। এই লুটেরাদের মধ্যে মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই, দেশের প্রতি দায় নেই। তাই তারা যেভাবে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিপদগ্রস্ত মানুষের পকেট কাটছে, সর্বনাশ করছে। একই কায়দায় পুঁজিবারেও লুটপাট চালাচ্ছে। তারা মানুষের বিপদকে সুযোগ হিসেবে নিয়েছে।

Tagged