দুর্বল শেয়ারের দাপট শেয়ারবাজারের জন্য ভালো নয়

দুর্বল কোম্পানিগুলো শেয়ারবাজারে বিভিন্ন সময়ে আলোচনায় আসে। এসব কোম্পানির শেয়ার দর যৌক্তিক কারণ ছাড়াই বাড়তে দেখা যায়। এটি পুঁজিবাজারে জন্য ভালো কোনো খবর নয়। তা ছাড়া বিষয়টি পুঁজিবাজার সংশ্লিষ্টরা একেবারে জানেন তা নয়। তবে তারা এ বিষয় খুব ভালো কোনো সমাধান দিতে পেরেছন, এমনটি বলা যাবে না।

লোকসানে নিমজ্জিত, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না, এমনকি নিয়মিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করে না- এমন বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েই চলেছে। আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের কিছু প্রতিষ্ঠান। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষে থাকা ১০টির মধ্যে ৫টিই দখল করেছে জেড গ্রুপের প্রতিষ্ঠান। বাকি পাঁচটির মধ্যে ৩টি ‘বি’ গ্রুপের এবং দুইটি ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান রয়েছে।

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়। নতুন তালিকাভুক্ত কোম্পানি থাকে ‘এন’ গ্রুপে। তালিকাভুক্তির পর এক আর্থিক বছর পার হলে কোম্পানিগুলো ‘এ’, ‘বি’ এবং ‘জেড’ গ্রুপে বিভক্ত হয়। এর মধ্যে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানির স্থান হয় ‘এ’ গ্রুপে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানি থাকে ‘বি’ গ্রুপে। এছাড়া লভ্যাংশ না দিতে পারা কোম্পানির স্থান হয় ‘জেড’ গ্রুপে। জেড গ্রুপের কোম্পানিকে শেয়ারবাজারের পচা কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।  কিন্তু এসব কোম্পানি বিনিয়োগকারীদের জন্য কতটা সুসংবাদ বয়ে আনে, তাও অনেকের জানা।

Tagged