দীর্ঘ বন্ধে পুঁজিবাজার: হতে পারে মন্দের ভালো

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

গত মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের সরকারি-বেসরকারি অফিস আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণার পর মঙ্গলবার এ সিদ্ধান্ত নিলো ডিএসই ও সিএসই।

এ সিদ্ধান্তের ফলে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১০ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি জানান বলে সংবাদমাধ্যমে খবর প্রাকাশ হয়।

এর ফলে সিদ্ধান্তটি মন্দের ভালো হিসেবে কাজে লাগতে পারে। তবে পুঁজিবাজার কয়েকদিন বন্ধ থাকলেই যে বাজার ভালো হয়ে যাবে এমনটি ভাবার কারণ নেই। পুঁজিবাজার উন্নয়নে সুনির্দ্দিষ্ট পদক্ষেপের বিকল্প নেই। সঠিক সিদ্ধান্ত, প্রযোজনীয় নজরদারি, প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই বাজারের উন্নতি সম্ভব। আমরা আশা করবো সংশ্লিষ্টরা এই দশ দিন চুপচাপ বসে না থেকে বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করবেন। যার মধ্য দিয়ে একটি সুন্দর সমাধান হয়তো সম্ভব হবে।

Tagged