এসএমজে ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ শেয়ার সর্বশেষ ৩১ টকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
তথ্যমতে, এ শেয়ার সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৫ লাখ ৫৮ হাজার ৬৬৭টি শেয়ার ৩৯৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ৪৪ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যাস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৯ লাখ ৫ হাজার ৯৭৩টি শেয়ার ৩২৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫৮ লাখ ৯৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১৭ লাখ ৭৯ হাজার ৬৬১টি শেয়ার ৯৩৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ৯ দশমিক ৩৩ শতাংশ, এস ই এম এল আইবিবিএল শরিয়াহ ফান্ড ৭ দশমিক ৮৪ শতাংশ, ভ্যানগার্ড এ এম এল রুপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ৭ দশমিক ২৭ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬ দশমিক ৮৪ শতাংশ, স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬ দশমিক ৪৫ শতাংশ, মুন্নু জুট স্টাফলার লিমিটেড ৬ দশমিক ২৪ শতাংশ ও ভ্যানগার্ড এ এম এল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৫ দশমিক ৯৭ শতাংশ শেয়ার দর বাড়ে।
এসএমজে/২৪/রা
ব্রেকিং নিউজ :