এসএমজে ডেস্ক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার। এ শেয়ার সর্বশেষ ৫ দশমিক ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ৫ টাকা ৭০ দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১১ লাখ ৯৪ হাজার ৩৭৩টি শেয়ার ৪০৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৬৭ লাখ ২৮ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১৫ লাখ ৭৯ হাজার ১১৭টি শেয়ার ১ হাজার ১৭৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৩৬ লাখ ৯২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩ লাখ ৪৩ হাজার ৫৭০টি শেয়ার ১৩৭ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৭ লাখ ৫৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আইএফআইসি ব্যাংক লিমিটেড ৮ দশমিক ৯৯ শতাংশ সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬৩ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৫৩ শতাংশ, ভিএসএফ থ্রেড ডাইং লিমিটেডের ৮ দশমিক ১০ শতাংশ, মাইডাস ফাইনান্সিং লিমিটেডের ৭ দশমিক ৯১ শতাংশ, এমএল ডাইংয়ের ৭ দশমিক ৮৩ শতাংশ ও তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বাড়ে।
এসএমজে/২৪/ঝি
ব্রেকিং নিউজ :