দর কমার শীর্ষ ১০ কোম্পানি

এসএমজে ডেস্ক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ৭ লাখ ৮০ হাজার ৪৩টি শেয়ার ৯৮৭ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৭ কোটি ৫০ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ার ওয়েজ লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৫৬ শতাংশ। এটি সর্বশেষ ১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৮ লাখ ৮ হাজার ৯১৯টি শেয়ার ১৭৮ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৪ লাখ ২৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির ১ হাজার ৪৪১টি শেয়ার ২০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে জেএমআই সিরিঞ্জের ৪ দশমিক ৩৭ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৪ দশমিক ২১ শতাংশ, ফরচুন সুজ লিমিটেডের ৪ দশমিক ১ শতাংশ, মুন্নু জুট স্টাফলার ৩ দশমিক ৬০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড ২ দশমিক ৮১ শতাংশ, বাংলাদেশ অটো কারস্ ২ দশমিক ৮০ শতাংশ ও খান ব্রার্দাস্ পি.পি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ৭০ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএমজে/২৪/ঝি

Tagged