দর কমার র্শীষে থাকা ১০ কোম্পানি

এসএমজে ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে আছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর কমেছে ৬ দশমিক ৪৯ শতাংশ বা ২০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই দিন কোম্পানিটির ২০ হাজার ৪৯৭ টি শেয়ার ৬৫ বার হাতবদল হয়ে লেনদেন হয়। যার বাজার মূল্য দাড়ায় ২ লাখ ৯৯ হাজার টাকায়।
দ্বিতীয় স্থানে থাকা সিলকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড শেয়ার দর কমেছে ৫ দশমিক ৫২ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ২৭ লক্ষ ৫৭ হাজার ২৪৮টি শেয়ার ১ হাজার ৭৬৪ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ৮ কোটি ৬১ লাখ ৫৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৮ লাখ ১৮ হাজার ৭৭৭ টি শেয়ার ৭২ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ১৫ লাখ ৭৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এক্সিম ফার্স্ট মিউচ্যুয়াল ৪ দশমিক ৬৫ শতাংশ, কাট্টালী টেক্সটাইল লিমিটেডের ৪ দশমিক ৩৭ শতাংশ, স্টাইল ক্রাফটের ৪ দশমিক ৩৬ শতাংশ, জিল বাংলাদেশ সুগার মিলস্ লিমিটেডের ৪ দশমিক ৩২ শতাংশ,সোনালী আঁশ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৭৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৩ দশমিক ৫০ শতাংশ ও ভিএফএস থ্রেড ডাইং ৩ দশমিক ৪৮ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএমজে/২৪/বা