তিন হাজারের ঘরে সূচক: রাঘব বোয়ালরা শনাক্ত হবে কি

আর কোথায় নামবে দেশের পুঁজিবাজার? এই প্রশ্নই এখন সবার আগে। সব ধরনের উদ্যোগ-পদক্ষেপ ব্যর্থ করে দিয়ে সর্বগ্রাসী পতন চলছে পুঁজিবাজারে। কেনো বা কী কারণে এমন দরপতন হচ্ছে, এর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক হারাতে হারাতে তিন হাজার পয়েন্টের ঘরে নেমে এসেছে। বাজারে যে মারপ্যাঁচের খেলা চলছে এটি মোটামুটি সবাই বুঝতে পারছেন বলেই আমাদের ধারণা। আর এই খেলায় অংশ নেয়া কোনো সাধারণ বিনিয়োগকারীর পক্ষে সম্ভব নয়। এটি রাঘব বোয়ালদের কাজ। এখন কথা হচ্ছে এসব রাঘব বোয়ালরা শনাক্ত হবে কি না?

যে হারে দরপতন হচ্ছে, তাতে নিঃস্ব হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। সাধারণ বিনিয়োগকারীদের অসহায় করে শেয়ারগুলো কারা কম দামে হাতিয়ে নিয়ে আবার বেশি দামে বিক্রি করে বাজার অস্থির করে তুলছে? এটি ধরার কি কোনো উপায় নেই! কারা কখন কীভাবে শেয়ার কেনা-বেচা করছেন, এই তথ্যতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে। তাহলে সেসব তথ্য বিশ্লেষণ করে রাঘব বোয়ালদের পাকড়াও করা যাচ্ছে না কেনো? তাদের হাত কি পুঁজিবাজার কর্তৃপক্ষের চেয়েও লম্বা? আর যদি এটি হয়ে থাকে তাহলে তো খুবই বিপদের কথা। এই বিপদমুক্ত হওয়াই হতে পারে বর্তমান পুঁজিবাজারের প্রধান কাজ।

Tagged