তিন সপ্তাহে ২৮ হাজার কোটি টাকা হাওয়া: বিনিয়োগকারীরা কী করবেন?

দেশের পুঁজিবাজারের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। টানা তিন সপ্তাহে বাজার থেকে হারিয়ে গেছে ২৮ হাজার কোটি টাকা। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন হাজার হাজার বিনিয়োগকারী। প্রতিদিনই লেনদেন কমতে থাকায়  পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে গেছে।

দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ৬শ কোটির ঘরে। বেশ কিছুদিন ধরেই পুঁজিবাজারে দরপতন চলছে। ফলে লেনদেনেও মন্দাভাব দেখা দিয়েছে। এতে হাজার কোটি টাকার বেশি লেনদেন এক সপ্তাহের ব্যবধানে সাড়ে ৬০০ কোটিতে নেমে এসেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, দরপতনের কারণে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ হঠাৎ অনেক কমে গেছে। কারণ, অনেক শেয়ারের দাম ২০–২৫ শতাংশের বেশি কমেছে। এতে সবচেয়ে বেশি বিপদে রয়েছেন ঋণ করে যারা বিনিয়োগ করেছেন তারা। ঋণগ্রস্ত বিনিয়োগকারীরা লোকসানে শেয়ার বিক্রি করলে  পুঁজি হারানোর ভয়ে রয়েছেন।  বিনিয়োগকারীদের অনেকেই বলছেন, ঋণগ্রস্ত বিনিয়োগকারীরা এখন ফোর্সড সেল বা জোরপূর্বক বিক্রির আতঙ্কে রয়েছেন। তাদের এই আতঙ্ক দূর করাটা খুবই জরুরি। না হলে প্রতিনিয়ত পুঁজি হারিয়ে তাদের পক্ষে পুঁজিবাজারে টিকে থাকা সম্ভব নয়। দ্রুত এর থেকে পরিত্রাণ দরকার।

Tagged