ডিভিডেন্ড ঘোষণা করেছে পূবালী ব্যাংক

এসএমজে ডেস্কঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২.১০ টাকা। আগের বছর একই সময়ে ছিল ৩.৫৩ টাকা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ০.৩২ টাকা। আগের বছর এনওসিএফপিএস ছিল ৩.৫৯ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭.৬২ টাকা। যা আগের বছরে ছিল ২৭.২৫ টাকা।

ব্যাংকটির এজিএম আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট এর কারণে আগামী ৯ জুলাই কোস্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

ডিভিডেন্ড ঘোষণা করায় কোম্পানিটির আজ সার্কিট ব্রেকারের বাইরে শেয়ার লেনদেন হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged