ডিএসইর লেনদেনের ইতিহাস (২০০৪-২০১৯)

নিজস্ব প্রতিবেদক:

২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের পুঁজিবাজারে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এই দীর্ঘ ১৬ বছরে বিনিয়োগকারীরা দেখেছেন ২০১০ সালের ৫ ডিসেম্বর ৩২৪৯ কোটি টাকার লেনদেন ও ৮৯১৮ পয়েন্টে সূচক। আবার ২০১০ ও ২০১১ সালের পুঁজিবাজারের মহাধস।

নিচের ছকে ডিএসইর লেনদেনের ইতিহাস তুলে ধরা হলো:-

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০২-জানুয়ারী-২০১১ ৮৩০৪.৫৮৮৫৫ ১৬১২ কোটি ৯৮ লাখ ৩৩ হাজার
০১-মার্চ-২০১১ ৫৬০১.৫৯৮৫৬ ৪৩১ কোটি ৭১ লাখ ৫ হাজার
০১-জুন-২০১১ ৫৬৬৮.৬৮৪৯২ ৪৬১ কোটি ৫২ লাখ ৪৫ হাজার
০৪-সেপ্টেম্বর-২০১১ ৬১৯৩.০৮০৭১ ৩০৫ কোটি ৮৫ লাখ ৩২ হাজার
০১-ডিসেম্বর-২০১১ ৫২৩৬.৭৫৭৯৭ ১৯৫ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার

২০১১ সাল ছিল দেশের পুঁজিবাজারের আরেকটি স্মরণীয় বছর কারণ সেই বছরই হয়েছিল দ্বিতীয় দফায় ধস। ফেব্রুয়ারীর ১০ তারিখে সূচক ছিল ৬৫২৭ পয়েন্ট। ফেব্রুয়ারীর ১৩ তারিখে ধসের কবলে পরে হয় ৬০৫২ পয়েন্ট আর ফেব্রুয়ারীর ১৪ সেই সূচক কমে দাড়ায় ৫৫৭৯ পয়েন্টে। মাত্র দুই কার্যদিবসে সূচকের প্রায় ১০০০ পয়েন্ট ধসে নিঃস হয়ে যায়। এরপর ডিএসইর সূচক এবং লেনদেনের পরিমাণ দুটোই ক্রমান্বয়ে হ্রাস পায়।

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০১২ ৫৩৫১.৭৫৪৩৫ ৬৬৯ কোটি ৬২ লাখ ৫১ হাজার
০১-মার্চ-২০১২ ৪৫৫৩.৭৬৭০৫ ৪০৮ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার
০৩-জুন-২০১২ ৪৮৫৫.৩৬০৭৩ ২৭৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার
০২-সেপ্টেম্বর-২০১২ ৪৪৫২.৮৮৯১৪ ৫৪১ কোটি ১৬ লাখ ৩৯ হাজার
০১-ডিসেম্বর-২০১২ ৪১৫৭.৫০০২৮ ৩১২ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার

২০১২ সালে ডিএসইর অবস্থান তেমন ভালো ছিল না। এবছর জানুয়ারিতে সূচকের অবস্থান ছিল ৫৩০০ পয়েন্টে এবং ডিসেম্বরে সেই সূচকের অবস্থান দাঁড়িয়েছিল ৪১০০ পয়েন্টে। বছরজুড়ে লেনদেন অবস্থা ছিল ৩০০ কোটি থেকে ৬০০ কোটি টাকার মধ্যে।

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০১৩ ৪১৯০.৯৯১৩২ ১৫৩ কোটি ৪০ লাখ ২১ হাজার
০৩-মার্চ-২০১৩ ৩৮৪৮.৯৮৫১৮ ২৬২ কোটি ৮৯ লাখ ৭ হাজার
০২-জুন-২০১৩ ৪১৬২.৮০২৫৯ ৪৭৬ কোটি ১৭ লাখ ১৯ হাজার
০১-সেপ্টেম্বর-২০১৩ ৪১৪০.৩০৫ ৫৪১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার
০১-ডিসেম্বর-২০১৩ ৪১৪৭.২০৯ ৩৪৮ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার

২০১৩ সাল ছিল ডিএসইর গুরুত্বপূর্ণ বছর। এবছর ডিএসইর উন্নয়ণের জন্য ডিএসই জেনারেল ইনডেক্স বাদ দেওয়া হয় এবং ডিএসইতে যোগ করা হয় ডিএসই এক্স ইনডেক্স ও ডিএসই ৩০ ইনডেক্স। এবছর সূচকের অবস্থান ছিল ৪১০০ পয়েন্টের নিকটেই এবং লেনদেনের পরিমাণ ছিল ৩০০ কোটির উপরে।

এসএমজে/২৪/বা

ডিএসই লেনদেনের ইতিহাস আগের পর্বটি পড়তে (ক্লিক) করুন।

ডিএসই লেনদেনের ইতিহাস পরের পর্বটি পড়তে (ক্লিক) করুন।

(চলবে)

Tagged