ম্যাচ শেষে মাঠে এবার ফিলিস্তিনের পতাকা উড়ালো দুই ফুটবল তারকা পগবা-উইঙ্গার

এসএমজে ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ১৮ মে রাতে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা ও উইঙ্গার আমাদ দিয়ালো মিলে মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সেখানকার মুক্তিকামী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

গত ১৪ মাস পর ইংল্যান্ডে করোনাভাইরাস মহামারির মধ্যে বিধি-নিষেধ কিছুটা শিথিল করায় কালই প্রথম প্রায় ১০ হাজার ফুটবলপ্রেমী গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পান তারা।

ম্যাচ শেষে গ্যালারিতে থাকা এক ভক্তের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা নেন পগবা এ সময় তাঁর সঙ্গে যোগ দেন আইভরি কোস্টের উইঙ্গার দিয়ালো। এই মৌসুমে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ম্যাচে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এ তারকা।

মুক্তিকামী মানুষের সঙ্গে সংহতি প্রকাশে এই দুই ফুটবলার ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী আর ডিফেন্ডার ওয়েসলি ফোফানা এফএ কাপ ফাইনালে চেলসিকে হারানোর পর ওয়েম্বলিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন।

এসএমজে/২৪/মি

Tagged