নিজস্ব প্রতিবেদক:
আগামী জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গতকাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ১১ জুন থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৯ জুন থেকে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
এর আগে, ২০১৭ সালে বাংলাদেশে সফর করেছিল অস্ট্রোলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সিরিজ। সেইবার টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারায় টাইগাররা। শেষ পর্যন্ত সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
এদিকে, আয়ারল্যান্ড সিরিজেরও সূচি প্রকাশ করেছে বিসিবি। আয়ারল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও চারটি টি-২০ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের কিছু ভেন্যু সংস্কারের কারণে টি২০ সিরিজটি হবে ইংল্যান্ডের মাটিতে, এমনটাই জানিয়েছেন ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম।
৮ মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ ক্রিকেটদল। এরপর বেলফাস্টের নর্থ ডাউনে ১১ মে, আয়ারল্যান্ড উলভসের সাথে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগারবাহিনী। ওয়ানডে তিনটি হবে- ১৪, ১৬ ও ১৯ মে। সবগুলো ম্যাচই হবে বেলফাস্টের স্টরমন্টে।
আয়ারল্যান্ডের মাটিতে ওয়ানডে শেষে ইংল্যান্ডে আইরিশদের সাথে চারটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ওভালে হবে প্রথম টি-২০। চেলমসফোর্ডে ২৪ মে হবে দ্বিতীয় ম্যাচ। এসেক্সের বিস্ট্রলে ২৭ মে হবে তৃতীয় ম্যাচ। বার্মিংহামে এডজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে হবে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ। এরপর দেশের উদ্দেশ্যে ৩০ মে লন্ডন ছাড়বে বাংলাদেশ দল। সূত্র: বাসস।
এসএমজে/২৪/বা