জালিয়াতি-কারসাজির মাধ্যমে আত্মসাৎ হওয়া অর্থ শেয়ারবাজারে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক

জালিয়াতি ও কারসাজি করে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।  দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক কিছুই করা হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক খাতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নানা ধরনের অনিয়মের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নিচ্ছে। এতে বাদ যাচ্ছেন না অনেক রাঘব বোয়াল। এসব রাঘব বোয়াল শেয়ারবাজারেও রয়েছে। তারা অনিয়ম করে ফুলে ফেপে উঠেছে। তাই তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার এখনই সময়। পুঁজিবাজার থেকে অনিয়ম করে তারা যে অর্থ লুটপাট করেছে সে গুলো ফিরিয়ে আনা উচিত। একই সঙ্গে দৃষ্টান্তস্বরূপ তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পান।

শেয়ারবাজার দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ। এখানে লাখ লাখ বিনিয়োগকারী রয়েছেন। এদের ওপর নির্ভরশীল লাখ লাখ পরিবার। বিগত একযুগের অনিয়মের কারণে এসব পরিবার এখন পথে বসেছে। অনেকে কারো কাছে বলতে না পেরে নীরবে কাঁদছেন। তাদের কান্না দেখার কেউ নেই। তাই আমরা মনে করি বর্তমান জনবান্ধব সরকারের উচিত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া।

Tagged