বিনিয়োগকারীশূন্য ইস্টার্ন হাউজিংয়ের এজিএম

নিজস্ব প্রতিবেদক:

মাত্র ৩০ মিনিটে এজিএম সম্পন্ন করেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়ে বেলা ১১ টায় শেষ হয়।এতে বিনিয়োগকারীদের উপস্থিতি চোখে পড়েনি। সবখানেই দেখা গেছে কোম্পানির নিজস্ব লোক। বিনিয়োগকারীবিহীন এই এজিএম কীভাবে সম্পন্ন হয় জানতে চাইলে মুখ খুলেননি কোম্পানিটির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম এবং সচিব সেলিম আহমেদ। এ সময় তারা এই প্রতিবেদকের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিনিয়োগকারী এসএমজে২৪.কমকে বলেন- আমাদের মতামত দেয়ার সুযোগই দেয়নি কোম্পানিটি। তবুও কোম্পানিটির এজিএম সফল ঘোষণা করা হয়েছে। কোম্পানি নিজস্ব লোক দিয়ে হ্যাঁ সূচক ধ্বনি দিয়ে এজিএম শেষ করে আমাদের প্রতারিত করেছে।

তিনি আরও বলেন- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। এক্ষেত্রে সব কোম্পানির এজিএম একই স্থানে ভিন্ন ভিন্ন সময় করা হোক এবং বিএসইসির নিজস্ব লোক দিয়ে পর্যবেক্ষণ করা হোক বলে দাবি করেন তিনি। এতে বিনিয়োগকারীরা মত প্রকাশে সুযোগ পাবে বলে মত দেন ওই বিনিয়োগকারী।

সেবা ও আবাসন খাতের এই কোম্পানি আজ ৫৫ তম এজিএম সম্পন্ন করে। কোম্পানিটি্ এবছর বিনিয়োগকারীদের জন্য ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ বছর কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭০ টাকা। গত বছর একই সময় ছিল ৩.৪৮ টাকা। ইপিএস বেড়েছে কিন্তু ডিভিডেন্ডের পরিমাণ কম হওয়ায় বিনিয়োগকারীরা হতাশ।

Tagged