নিজস্ব প্রতিবেদক:
উর্ধ্বগতির দ্ধারা অব্যাহত রেখে বছরের দ্বিতীয় কার্যদিবস আজ ৪ জানুয়ারি (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।প্রায় ৬ মাস পর ২ হাজার কোটি টাকা লেনদেন অতিক্রম করে আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা। এর আগে গত ২৮ জুলাই গ্ল্যাক্সোস্মিথের মালিকানা পরিবর্তনের ইস্যুতে সেদিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা। লেনদেনের সাথে সূচকের উত্থানে শেষ হয়েছে আজকের শেয়ারবাজর।
আজ ডিএসই এক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫২ পয়েন্টে এসে দাড়িয়েছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১২‘শ ৯৭ পয়েন্টে এসে দাড়িয়েছে।ডিএস৩০ সূচক আজ ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯১ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টি কোম্পানির শেয়ার দর।
এসএমজে/২৪/মি