ঘোষণার পর ডিভিডেন্ড পেতে এতো বিলম্ব কেনো

দেশের পুঁজিবাজারকে স্বচ্ছ এবং নিখুঁত করতে হলে বড় বড় বিষয়গুলোর পাশাপাশি খুটিনাটি বিষয়েও মনোযোগ বাড়ানো প্রয়োজন। বিশেষ করে মানের দিক থেকে আন্তর্জাতিক পুঁজিবাজারগুলোর সমকক্ষতা অজর্ন করতে হবে আমারদের। তা নাহলে আমরা পিছিয়ে আছি, পিছিয়েই থাকবো। এমন একটি বিষয় হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণা। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীর একাউন্টে যেতে এতো কালক্ষেপণ কোনো? এখানে মাসের পর মাস সময় লাগার কারণ কী? পৃথিবীর কোথাও কি এমন ব্যবস্থা আছে? আর থাকলেইবা কি? আমরাতো ভালোটাই অনুসরণ করবো।

অনেকে হয়তো মনে করতে পারেন, একই বিষয় নিয়ে আমরা বারবার লিখি কেনো? এক্ষেত্রে আমাদের ভাষ্য, পুঁজিবাজার ও দেশের অর্থনীতির স্বার্থে আমরা এটি করছি। আমাদের দেশে অনেক কিছুই দুয়েকবার বললে হয় না। তাই গণমাধ্যম হিসেবে বলে যাওয়াটাকাকে কর্তব্য মনে করি। এমনও ঘটনা দেখা গেছে- জীবিত অবস্থায় ডিভিডেন্ড পাওয়া বিনিয়োগকারীর মৃত্যুর পর ডিভিডেন্ড একাউন্টে গেছে। এ কারণে বলতে চাই আমরা যেনো নিয়মের বেড়াজালে আটকে পড়েছি। এসব নিয়ম থেকে পুঁজিবাজারকে মুক্ত করা দরকার। আর এ কাজটি যত তাড়াতাড়ি হয়, ততই মঙ্গল  হবে বলে আমাদের ধারণা।

Tagged