এসএমজে ডেস্ক
পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্টের সঙ্গে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) একটি সহায়ক সংস্থার চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গোল্ডেন হারভেস্ট ফুডস লিমিটেড ও গোল্ডেন হারভেস্ট আইসক্রিমের যৌথ মালিকানাধীন কোম্পানি কোল্ডচেইন বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) আইএফসির সঙ্গে একটি যৌথ প্রকল্প শুরু করেছে।
প্রকল্পে সিসিবিএলের নিজস্ব বিনিয়োগ হবে ১৫.২ মিলিয়ন মার্কিন ডলার বা ১ কোটি ৫২ লাখ টাকা এবং আইএফসির ৬.৫১ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৫ লাখ ১০ হাজার টাকা।
এসএমজে/২৪/মি,রা
ব্রেকিং নিউজ :