নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দর বৃদ্ধির শীর্ষে আবারো স্বল্পমূলধনী কোম্পানি আধিপত্য। তালিকার দশম স্থানে রয়েছে খাদ্য ও আনুসঙ্গিক খাতের ফাইন ফুডস লিমিটেড।
বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে থাকা এই কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয়া শুরু করেছে ২০০৯ সাল থেকে।
আজ কোম্পানির শেয়ার ৮৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেন হয়েছে ১১ লাখ ১৭ হাজার ৮৮৬টি শেয়ার। আজ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ টাকা ৯০ পয়সা। তবে কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ১৩ কোটি টাকা।
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ি কোম্পানির পরিচালকদের ৩০% শেয়ার বাধ্যতামূলক থাকতে হবে সেখানে এ কোম্পানির পরিচালকদের হাতে রয়েছে মাত্র ৫.০৯% শেয়ার।
এমন একটি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পাওয়া এবং তা গেইনারে আসার পিছনে নিশ্চই কোন না কোন কারসাজির হাত রয়েছে বলে মনে করছে বাজার বিশ্লেষকরা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/রা