কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বেশ কিছু কারণে বিশ্বব্যাপী জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। আর এই বিষয়টাকে কেন্দ্র করেই গুজব ও অপব্যাখ্যা রটানো হচ্ছে। এই গুজব এবং অপব্যাখ্যা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তথ্যের অপব্যাখ্যা রোধ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। গণমাধ্যমের খবরে জানা যায়, গতকাল রোববার বিএসইসির মাল্টিপারপাস হল রুমে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস আয়োজিত ‘বর্তমান বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ’শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এখানে যে বিষয়টি বলা দরকার সেটি হচ্ছে, এই গুজব তো পুঁজিবাজারে নতুন কিছু নয়। বিভিন্ন সময় ঘুরে-ফিরে গুজবের বিষয়টি সামনে হাজির হয়। কিন্তু প্রতিকার কী? আর গুজব কীভাবে এবং কারা ছড়ায় সেটি যদি বুঝতে না পারে তা হলে সংশ্লিষ্টদের কাজ কী? এই প্রশ্নতো আসতেই পারে। দেশের আর দশটা বিষয়ের মতোই পুঁজিবাজারে গুজব নির্মূলে সংশ্লিষ্টদের সজাগ থাকা উচিত। সেটি না হলে বুঝতে হবে কোথাও গলদ রয়েছে। সেই গলদ দূর করাও সংশ্লিষ্টদের কাজ। না হলে তারা দায়িত্ব এড়াতে পারেন না। তাই গুজবের বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়া কাম্য।