গুজব শব্দটি সাধারণত নেতিবাচকভাবে দেখা হয়। এর কারণও রয়েছে। কোনো একটা বিষয়ে গুজব রটিয়ে সমাজে বড় ধরনের দাঙ্গাও সৃষ্টি করা যায়। এমন উদাহরণও ইতিহাসে রয়েছে। গুজব মানেই মিথ্যা। তাই সর্বক্ষেত্রেই এটি ক্ষতিকর। বিশেষ করে দেশের পুঁজিবাজারের বেলায় গুজব খুবই ভয়ঙ্কর একটি বিষয়। বিভিন্ন সময় দেখা গেছে গুজবের কারণে পুঁজিবাজারে সংকট তৈরি হয়েছে। তাই গুজবনির্ভরতা থেকে পুঁজিবাজারকে বের হয়ে আসতে হবে।
তথ্যপ্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ অনেক বিষয়ে উন্নতি সাধন করেছে। এটি অবশ্যই ভালো দিক। পাশাপাশি কোনো বিষয়ে গুজব ছড়ানোটাও সহজ হয়ে গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তথ্য ভুল কি সঠিক সেটি বুঝে ওঠার আগেই অনেকে গ্রহণ করে ফেলেন। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রে এমনটি দেখা যাচ্ছে। কিছু দিন আগেও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদত্যাগ করছেন বলে গুজব ছড়ানো হয়। এতে বাজারে বড় ধরনের ধস নামে। অনেক বিনিয়োগকারী আতঙ্কের শিকার হন। এতে তাদের ক্ষতি হয়। তাই পুঁজিবাজার থেকে গুজবনির্ভরতা দূর করা খুবই জরুরি।