গুজবকারীরা এত শক্তিশালী হয় কীভাবে?

‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’ অবস্থা দেশের পুঁজিবাজারে। প্রশাসনের চেয়ে বড় মনে হচ্ছে পুঁজিবাজারের গুজব যারা ছাড়ায় তারা। এ কথা শুধু বিনিয়োগকারীই নয় সংশ্লিষ্টরাও কেউ কেউ বলছেন। এতে বাজারের একের পর এক ধসের ঘটনা ঘটছে। লাখ লাখ বিনিয়োগকারী এখন অসহায় গুজবের কাছে। কোম্পানিগুলোর শেয়ার দর বাড়া-কমার প্রধান নিয়মক হয়ে উঠছে গুজব। এ কারণে বাজার স্থিতিশীল তো দূরের কথা চরম অস্থির হয়ে উঠছে।

প্রশ্ন হচ্ছে গুজবকারীরা এতো শক্তিশালী হয় কীভাবে? এই ডিজিটাল যুগে এদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের কাজটি কি খুবই কঠিন? নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউপিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাজার কর্তৃপক্ষে এর সমাধান করতে পারছে না কেনো? দৃশ্যত দেখা যাচ্ছে গুজবকারীদের হাত অনেক লম্বা হয়ে গেছে। সে অনুযায়ী ব্যবস্থাপনা শক্তিশালী নয়। এ ধরনের অবস্থা চলতে থাকলে বাজার কখনোই স্থিতিশীল হওয়া সম্ভব নয়। আমরা আগেও বলেছি। শক্ত হাতে গুজব বন্ধ করা না গেলে বাজার কখনোই স্বাভাবিক হবে না। আমাদের ধারণা, সংশ্লিষ্টরাও বিষয়টি জানেন। তারপরও কেনো প্রতিকার পাওয়া যাচ্ছে না এটি বোধগম্য নয়।

Tagged