খাদের কিনারে পুঁজিবাজার: উত্তরণের উপায় কী

দেশের পুঁজিবাজারে বর্তমান স্থবিরতা গুরুতর ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাজার এখানে খাদের কিনারে এসে পড়েছে। এটি দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত। লেনদেন কমতে কমতে তলানিতে এসে পড়ছে। দেশের অর্থনীতির অবস্থা অতটা খারাপ নয়, যতটা খারাপ পুঁজিবাজারের অবস্থা। প্রতিনিয় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ভর  করছে। তারা কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। কিন্তু সে অনুযায়ী বিনিয়োগকারীদের কিছু একটা করার জন্য সংশ্লিষ্টদের তৎপরতা কম। এটি ভালো লক্ষণ নয়।

বর্তমান সরাকারের মেয়াদের এটি শেষ বছর। এরপর নির্বাচন আসবে। তাই সরকারের ভাবমূর্তির জন্যও পুঁজিবাজারের ইতিবাচক পরিবর্তন জরুরি। আমরা জানি না, বিষয়টি নীতিনির্ধারকরা কীভাবে দেখছেন। তাদের পরিকল্প কী, তারা কীভাবে পুঁজিবাজারের সংকট নিয়ে এগোতে চায়, সেটিও পরিস্কার নয়। সামগ্রিকভাবে অর্থনীতি অতটা বিপদে নেই, যতটা বিপদে আছে পুঁজিবাজার।

পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আস্থা সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া এখন সময়ে দাবি। এটি মাথায় নিয়েই পুঁজিবাজার নিয়ে সামনে পরিকল্পনা হাজির করা প্রয়োজন। তা হলে গুণগত পরিবর্তন সম্ভব বলে আমাদের ধারণা।

Tagged