ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি নেই, ঈদও নেই!

ঈদ কেমন করবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা? এই প্রশ্ন এখন করেও লাভ নেই। কারণ পুঁজিবাজারে ধারাবাহিক পতনের মধ্য দিয়ে অনেক বিনিয়োগকারী নিঃস্ব। তাদের পুঁজি নেই, ঈদও নেই। ফলে উত্তর দেয়ার আর বাকি থাকে কী। তবে টানা দরপতন থেকে বেরিয়ে ঈদের আগে দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় ঈদের আগের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচকও। তবে অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। অবশ্য দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর আগে অব্যাহত দরপতনের মধ্যে পড়ে গত মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যয়। ফলে ঈদের আগে হতাশ হয়ে পড়েন বিনিয়োগকারীরা। যারা শেয়ার বিক্রি করে ঈদের খরচ যোগাড় করার চেষ্টা করেন, তারা পড়েন বিপাকে। তবে ঈদকেন্দ্রিক বিক্রির চাপ কমায় শেষ দুই কার্যদিবসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিললো। তবে বাজার ঘুরে দাঁড়াবে কি না সেটি বোঝা যাবে ঈদের পর।

Tagged