এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম কোল্ড রোল্ড স্টিল কোম্পানির মালিকানা বদল হচ্ছে– এমন গুজব ছড়িয়ে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারদর বাড়াচ্ছে পুরোনো একটি কারসাজি চক্র। গত পাঁচ দিন সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে শেয়ারটি কেনাবেচা হয়েছে। মাত্র ছয় কর্মদিবসে শেয়ারটির দর ৭৪ শতাংশ বেড়েছে। যতই শেয়ারটির দর বাড়ছে, ক্রয় আদেশের তুলনায় শেয়ার কেনাবেচা ততই কমছে।
তবে ‘মালিকানা বদল হবে’– এমন গুজব ছড়িয়ে এটিসহ কয়েকটি কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ানো হচ্ছে। এটা কারসাজি ছাড়া অন্য কিছু নয়।
রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট সব কোম্পানি সংকটাবস্থার মধ্য দিয়ে চলছে। এর মধ্যে এ কোম্পানির টানা অস্বাভাবিক হারে শেয়ার দরবৃদ্ধি বেশ আলোচনার ঝড় তুলেছে শেয়ারবাজারে।
এভাবে শেয়ার নিয়ে কারসাজি হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাবেন কোথায়? তাদের জন্য সবাইকে চিন্তা করতে হবে। না হলে পুঁজিবাজারের অস্থিরতা কাটবে না। কারণ এসব বিনিয়োগকারী শেয়ারবাজারের প্রাণ। এই প্রাণগুলোকে নষ্ট করলে বাজারের ক্ষতি হবে। আমরা মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের না বাঁচিয়ে শেয়ারবাজার বাঁচানো যাবে না। তাই সংম্লিষ্ট সবাইকে এই বিষয়ে ভাবতে হবে।