ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ডিএসই

এসএমজে ডেস্ক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০১৯-২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতবছরে স্টক এক্সচেঞ্জটির পর্ষদ ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

জানা যায়, করোনার কারণে প্রায় ২ মাস পুঁজিবাজার বন্ধ থাকায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এছাড়া এফডিআরের সুদের হার কমে যাওয়ায় আয় কমেছে। কিন্তু ব্যয় কমেনি। এসব কারণে এবার আগের বছরের থেকে ডিভেডেন্ড ঘোষণার পরিমাণ কমে গেছে।

উল্লেখ্য, ২০১৩ সালে ডিমিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ (নন- প্রফিট) অলাভজনক থেকে (প্রফিট) লাভজনকে রুপান্তর হয়। এরমধ্য দিয়ে ডিএসইর লভ্যাংশ ঘোষণাও শুরু হয়। সর্বপ্রথম ২০১৪-১৫ অর্থবছরের ব্যবসায় ডিএসইর পর্ষদ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করে। যা পরবর্তী ২ অর্থবছরও একই পরিমাণ ছিল। তবে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে ডিভিডেন্ডের পরিমাণ ৫ শতাংশে নেমে আসে।

২০২০ সালের ৩০ জুন ডিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৩০ টাকায়।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এসএমজে/২৪/মি

Tagged