ক্যাটাগরি পরিবর্তন হয়েছে ২ কোম্পানির
এসএমজে ডেস্ক:
ক্যাটাগরি পরিবর্তন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির। কোম্পানিগুলো হল- বস্ত্র খাতের ডেলটা স্পিনারস লিমিটেড এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিগুলোর ক্যাটাগরি স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডেলটা স্পিনারসকে “জেড” ক্যাটাগরি থেকে “বি” ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসি কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের নির্দেশনা দেয়। আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি “বি” ক্যাটাগরিতে লেনদেন করবে।
অন্যদিকে, আল-হাজ্ব টেক্সটাইল মিলসকে “জেড” ক্যাটাগরি থেকে “বি” ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসি কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের নির্দেশনা দেয়। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি “বি” ক্যাটাগরিতে লেনদেন করছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের পরবর্তী ৩০ দিনের মধ্যে কোম্পানিগুলোকে কোনো ধরনের ঋণ সুবিধা দেয়া যাবে না্। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/ঝি