কোম্পানির সঠিক তথ্য পাওয়া বিনিয়োগকারীদের অধিকার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো সঠিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে বিনিয়োগকারীদের। একটি কোম্পানি কীভাবে চলছে, তার আর্থিক অবস্থা কী, ব্যবস্থাপনা ও আয়-ব্যয় কী অবস্থা এসবের সঠিক চিত্র জানা থাকতে হবে বিনিয়োগকারীদের। যারা কোম্পানিগুলোয় বিনিয়োগ করেছেন এবং যারা বিনিয়োগ করতে আগ্রহী তাদের সবার জন্যই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আর এটি যাতে বাস্তবায়ন হয় সেই কাজ করে যেতে হবে বাজার কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থাকে।

বিভিন্ন সময় দেখা যায়, বিনিয়োগকারীরা কোম্পানির সঠিক তথ্য পান না। এতে তাদের লেনদেনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়তে হয়। যে বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন, কোনো কোম্পানির শেয়ার কেনা মানে মালিকানা কেনা। তাই সংশ্লিষ্ট কোম্পানি সম্পর্কে জানানোর ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারীকে গুরুত্ব দিতে হবে কোম্পানির।

একটি বিষয় খুবই সহজ হয়ে যায়, যদি আমরা আমাদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সজাগ থাকি। বোঝা দরকার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির দায়িত্ব ও কর্তব্য কী। আর সেগুলো সঠিকভাবে পরিপালন করার মানসিকতা থাকতে হবে। বিনিয়োগকারীরা যেনো এর থেকে বঞ্চিত না হন সেটি খেয়াল রাখতে হবে। এ কাজে গাফিলতি থাকলে নিয়ন্ত্রক সংস্থাকে এগিয়ে আসতে হবে।

Tagged