করোনার বাস্তবতা মোকাবেলায় পুঁজিবাজারের প্রস্তুতি কী

শুধু বাংলাদেশেই নয় গোটা পৃথিবীতের ভিন্ন এক বাস্তবতা হিসেবে হাজির হয়েছে করোনাকাল। দেশে দেশে মানুষের মৃত্যুর মিছিল যেমন চলছে, তেমনই বাড়ছে অর্থনীতির সংকটও। সহসাই এই পরিস্থিতি শেষ হবে, এমনটা বলা যাবে না। বিষয়টি নিয়ে সারা দুনিয়াই উদ্বিগ্ন। বিশেষ করে অর্থনীতির ওপর এর নেতিচাক দিকগুলো মোকাবেলা করার জন্য সব দেশই নিজের মতো করে চিন্তাভাবনা করছে। এই নতুন বাস্তবতার বাইরে নেই পুঁজিবাজারও। বিশেষ করে আমাদের পুঁজিবাজার এমনিতেই গত প্রায় একদশক ধরে টালমাটাল। এই সময়ে করোনার নেতিবাচক প্রভাব বাজারের ওপর পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু কথা হচ্ছে পুঁজিবাজারে নিয়ে এই নতুন বাস্তবতায় আমাদের প্রস্তুতি কী?  কী ধরনের পদক্ষেপ এখানে দরকার? এসব ভাবনা থাকা প্রয়োজন। বিশেষ করে পুঁজিবাজারের নীতি নির্ধারকদের এতে এগিয়ে আসা জরুরি। সবকিছুই সরকার করে দেবে না। সরকার হয়তো সহায়তা করতে পারে। প্রস্তাবনা আসতে হবে পুঁজিবাজার সংশ্লিষ্টদের কাছ থেকেই। কারণ অর্থনীতির সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট। দেশের অর্থনীতির চেহারা যেমনই হোক এর বাইরেও রয়েছে পুঁজিবাজার নিয়ে সঠিক পরিকল্পনার অভাব। তাই সবকিছু নিয়েই এখন ভাবনাটা জরুরি হয়ে পড়েছে।

Tagged