কোম্পানির সঠিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে বিনিয়োগকারীদের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবস্থা সম্পর্কে হালনাগাদ সঠিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে বিনিয়োগকারীদের। কোনো বিনিয়োগকারীর কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার অর্থ হচ্ছে তার মালিকানা কেনা। অর্থাৎ তিনিও কোম্পানির কোনো অংশের মালিক। তাই কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের দায়িত্ব অংশীদারদের কোম্পানির অবস্থা সম্পর্কে সঠিকভাবে অবহিত করা। এই দায়বদ্ধতা মেনে নিয়েই পুঁজিবাজারে কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়। এমন কি এর ব্যত্যয় ঘটলে কোম্পানির বিরুদ্ধে আইনি সহায়তা পাওয়ার অধিকারও বিনিয়োগকারীদের রয়েছে। কিন্তু দেখা যায়, অনেক সময়ই কোম্পনিগুলো সম্পর্কে সঠিক তথ্য পান না বিনিয়োগকারীরা। কোম্পানি পরিচালনা পর্ষদ তথ্য কারচুপি করে থাকেন। এ ধরনের অভিযোগ বিনিয়োগকারীদের আছে। অনেক সময় বিনিয়োগকারীরা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আনুষ্ঠানিক অভিযোগও করেছেন।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অধিকার রক্ষার বড় কর্তৃপক্ষ বিএসইসি। তাই সংস্থাটির কাজ হওয়া উচিত বিনিয়োগকারীদের অধিকার প্রতিষ্ঠায় উপযুক্ত পদক্ষেপ নেওয়া। যাতে করে তারা সব ধরনের তথ্যকারচুপি থেকে রেহাই পান। অন্যদিকে কোম্পানির পর্ষদকেও শাস্তি ও জবাবদিহির আওতায় আনতে হবে। এর ফলে উভয় পক্ষের মধ্যে একটি ন্যায়সংঙ্গত সম্পর্ক গড়ে উঠবে।

Tagged