দেশের পুঁজিবাজারে দীর্ঘ দিন ধরে যে বিষয়টি দৃষ্টিকটূ সেটি হচ্ছে আস্থার সংকট। এটি প্রায়ই দেখা যায় বাজারের স্বাভাবিক গতি ব্যাহত করে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে নানামুখী শঙ্কা কাজ করে বাজার নিয়ে। বিশেষ করে যখন বড় ধরনের ‘পুকুরচুরি’র মতো ঘটনা ঘটে তখন বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েন, তাদের আস্থায় চিড় ধরে। এটি রোধ করতে হলে কার্যকর ব্যবস্থাপনা ও নজরদারি অব্যাহত রাখতে হবে।
পুঁজিবাজারে শেয়ার দর কমবে-বাড়বে, সূচক ওঠা-নামা করবে এটি খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের দেশের পুঁজিবাজারে অনেক সময়ই এর ব্যত্যয় হয়, ঘটে পুকুরচুরির মতো ঘটনা। অকারণ পতন আর অকারণ উত্থান। এ সময় পুঁজিবাজারে অশুভ শক্তির উত্থান ঘটে। এ কারণে বাজার যখন খুব ভালো থাকে, তখনও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কাজ করে। আতঙ্কের বাজার কখনও স্থিতিশীল হয় না। বাজার স্থিতিশীল করতে হলে আতঙ্ক দূর করতে হবে। একই সঙ্গে বাজারে যারা অনিয়ম করে, তাদের শায়েস্তা করার মতো সক্ষমতা কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রক সংস্থার থাকতে হবে। যখনই কোনো অনিয়ম হবে তখনই ব্যবস্থা নিতে হবে। এটি সম্ভব হলে বাজার থেকে ভয় দূর হবে এবং বিনিয়োগকারীরা আতঙ্কমুক্ত হবেন।