দেশের পুঁজিবাজার গত ১৬ বছরে প্রায় ৩৮ শতাংশ সংকুচিত হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে এ সময়ে শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা তো পানইনি, উল্টো প্রতিবছর ৩ শতাংশ হারে মূলধন হারিয়েছেন। বিপরীতে একটি প্রভাবশালী গোষ্ঠী বাজারকে ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছে।
গত ১৬ বছরে ১৩৪টি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে এসব কোম্পানি বাজার থেকে ৯ হাজার কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে। এসব কোম্পানির মধ্যে ৪২টিই এখন দুর্বল মানের কোম্পানি হিসেবে ‘জেড’ শ্রেণিভুক্ত। ফলে এই কোম্পানিগুলো থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা তো পাচ্ছেনই না, উল্টো কোম্পানিগুলোর শেয়ার কিনে পুঁজি হারিয়েছেন। সম্প্রতি এক আলোচনা সভায় বক্তারা এমন তথ্য দেন।
১৬ বছর আগে কেউ যদি বাজারে ১০০ টাকা বিনিয়োগ করে থাকেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে হিসাব করলে এখন তাঁর লোকসান দাঁড়ায় ৩৮ টাকা। অর্থাৎ অর্থনীতি বড় হলেও প্রকৃত বিবেচনায় শেয়ারবাজারে বড় পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা। এতে বাজার বড় হওয়ার বদলে সংকুচিত হয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬০টি কোম্পানির মধ্যে দুর্বল মানের জেড শ্রেণিতেই এখন আছে ১০৩টি। শুধু বাজারে আসা নতুন কোম্পানিই যে খারাপ হয়েছে, তা নয়। মিউচুয়াল ফান্ড ও শেয়ারের বিপরীতে নেওয়া ঋণও বাজারে বড় ধরনের সমস্যা তৈরি করেছে। শেয়ারের বিপরীতে নেওয়া ঋণ বা মার্জিন ঋণের পরিমাণ এখন প্রায় ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৯ হাজার ৭০০ কোটি টাকা ঋণাত্মক বা নেগেটিভ ইক্যুইটিতে পরিণত হয়েছে। অর্থাৎ প্রায় অর্ধেক ঋণ আর আদায় হচ্ছে না। এতে অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও তাদের বিনিয়োগ সক্ষমতা হারিয়েছে। এটি অবশ্য বিশেষভাবে মনোযোগ দাবি করে।