করোনায় বন্ধ সব আসর, আক্রান্ত হচ্ছেন ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক:

বর্তমান বিশ্বে মহামারিতে পরিণত হচ্ছে করোনাভাইরাস। করোনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। থেমে গেছে ফুটবল। বন্ধ হয়েছে একের পর এক টুর্নামেন্ট। সিরি ‘আ’, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, লিগ ওয়ান ইতিমধ্যেই থমকে গেছে। ভীষণ সতর্কও হয়েছে ক্লাবগুলো। সংক্রমণ এড়াতে বিধিনিষেধ ও নানা নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়।

আক্রান্তদের কেউ কেউ সুস্থ হয়ে উঠেছেন, কেউ কেউ রয়েছেন কোয়ারেন্টিনে। কেউ আবার ভাইরাসের সংক্রমণ হওয়ার আগেই বাড়তি সতর্কতাস্বরূপ নিজেকে আটকে রেখেছেন কোয়ারেন্টিনে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়া ফুটবলার হলেন-

টিমো হুবার্স (হ্যানোভার, জার্মানি)

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রথম পেশাদার ফুটবলার তিনি। জার্মান ফুটবলে দ্বিতীয় স্তর ‘টু বুন্দেসলিগা’র দল হ্যানোভারের ডিফেন্ডার হুবার্স। হ্যানোভারই তাঁর শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার কথা ঘোষণা করেছে।

ক্যালাম হাডসন ওডোই (চেলসি, ইংল্যান্ড)

চেলসির এই উইঙ্গারের মধ্যে করোনা সংক্রমিত হলেও আশার বিষয় হলো সুস্থ হয়ে উঠেছেন তিনি। সবাইকে সেটা জানিয়েছেন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘সবাইকে সম্ভাষণ। অনেকেই হয়তো জানেন গত দুই দিন ধরে আমার শরীরে ভাইরাস বাসা বেঁধেছিল। তবে আমি এখন পুরোপুরি সুস্থ। আমি স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করছি ও নিজেকে সবার থেকে আলাদা রাখছি। আশা করি সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, আবার মাঠে খেলতে নামতে পারব। সবাই ভালো থাকবেন।’

মিকেল আরতেতা (ম্যানেজার, আর্সেনাল)

আর্সেনালের এই ম্যানেজারের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই আর্সেনালের এই সপ্তাহের লিগ ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। তবে সুস্থ হয়ে উঠছেন আরতেতাও। গতকাল একটা টুইটে তিনি জানিয়েছেন, ‘সবার সমর্থনের জন্য ধন্যবাদ। এর মধ্যে সুস্থ অনুভব করা শুরু করেছি। আমরা অনেক বড় শত্রুর মোকাবিলা করছি। সবার সুস্বাস্থ্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডাক্তারদের নির্দেশনা মেনে চলুন, একে অপরকে সাহায্য করুন। আমরা সবাই এই লড়াই জিতব অবশ্যই। প্রিমিয়ার লিগকে ধন্যবাদ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য।’

ইভানগেলোস মারিনাকিস (নটিংহ্যাম ফরেস্ট ও অলিম্পিয়াকোসের মালিক)

সেদিন আর্সেনালের সঙ্গে ম্যাচ ছিল গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের। ম্যাচ দেখতে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন দলটির মালিক ইভানগেলোস মারিনাকিস। অনুমান করা হচ্ছে, তাঁর সঙ্গে হাত মেলানোর ফলেই করোনা এসেছে আর্সেনাল শিবিরে।

দানিয়েলে রুগানি (জুভেন্টাস, ইতালি)

সিরি ‘আ’ তে করোনাভাইরাস সংক্রমিত প্রথম খেলোয়াড় জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েলে রুগানি। জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রুগানিকে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থায় পৃথক্করণ করা হয়েছে। তার সংস্পর্শে আসা বাকিদের জন্যও একই ব্যবস্থা করা হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে রুগানি নিজেও জানিয়েছেন, ‘খবরটি আপনারা হয়তো জেনেছেন। আমাকে নিয়ে যারা চিন্তায় আছেন তাদের শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। চিকিৎসক ও সেবিকাদেরও ধন্যবাদ দিচ্ছি এই জরুরি অবস্থায় চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য।’

এছাড়া যারা করোনায় আক্রান্ত হয়েছিন তারা হলেন-

মানোলো গাবিয়াদিনি (সাম্পদোরিয়া, ইতালি), ওমর কোলি (সাম্পদোরিয়া, গাম্বিয়া), আলবিন একদাল (সাম্পদোরিয়া, সুইডেন), আন্তোনিও লা গুমিনা (সাম্পদোরিয়া, ইতালি), মর্টেন থর্সবি (সাম্পদোরিয়া, নরওয়ে), ফাবিও দেপাওলি (সাম্পদোরিয়া, ইতালি), বার্তোশ বেরেজিনস্কি (সাম্পদোরিয়া, পোল্যান্ড), দুসান ভ্লাহোভিচ (ফিওরেন্টিনা, সার্বিয়া), প্যাট্রিক কুত্রোনে (ফিওরেন্টিনা, ইতালি), জার্মান পেজ্জালা (ফিওরেন্টিনা, আর্জেন্টিনা), হুয়ুন-জুন সুক (ত্রয়, দক্ষিণ কোরিয়া), লুকা কিলিয়ান (পাদেরবর্ন, জার্মানি)।

এ ছাড়াও করোনা শরীরে সংক্রমিত হতে পারে এই আশঙ্কায় নিজেকে আলাদা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বেঞ্জামিন মেন্ডি, আর্তুর বোরুচের মতো তারকারা।

এসএমজে/২৪/বা

Tagged