করোনার ওপর দায় চাপিয়ে প্রকৃত ঘটনা আড়াল করা ঠিক হবে না

বিশ্বজুড়ে হানা দিয়েছে করোনাভাইরাস। এতে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিশ্চয়ই এটি একটি বড় ধরনের সংকট। তবে বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যা বাংলাদেশের জন্য সুখবর। তাই বাংলাদেশের পুঁজিবাজারে করোনার প্রভাব আসলে কতটুকু, এনিয়ে প্রশ্নওঠা অস্বাভাবিক নয়। এছাড়া করোনাভাইরাসের বহু আগে থেকেই পুঁজিবাজারে সক্রিয় রয়েছে ধরপতনের ভাইরাস। সুতরাং করোনাভাইরাসের ওপর দায় চাপিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করা হচ্ছে কিনা, সেটি ভেবে দেখা প্রয়োজন।

গত সপ্তাহের পুঁজিবাজারে তিন কার্যদিবস বড় ধরনের দরপতন হয়েছে। এমনকি একদিনে প্রধান সূচক প্রায় ২৮০ পয়েন্টও পতন হয়েছে। যা সূচকটি চালু হওয়ার পর সবচেয়ে বড় পতন। বিভিন্ন গণমাধ্যমসহ সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, করোনা আতঙ্কের কারণে এমন ধরপতন হচ্ছে। আসলে এই কথার ভিত্তি কী? আন্তর্জাতিক শেয়ার বাজারের সঙ্গে আমাদের কী সংযোগ রয়েছে? আমাদের দেশের অর্থনীতিতে কতটা প্রভাব রয়েছে করোনার। এসব বিষয় ভালো করে খতিয়ে না দেখে, দরপতনের জন্য কেবল করোনাকে দায়ী করা হলে প্রকৃত সত্য আড়ালে থেকে যেতে পারে। এতে পুঁজিবাজার নিয়ে যারা অশুভ তৎপরতায় রয়েছেন তারা আরও উৎসাহিত হবেন।

Tagged