করোনাভাইরাস দেশের পুঁজিবাজারে প্রভাব ফেলবেনা

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অর্থনীতি বিশ্বের কোনো বিষয়ের উপর নির্ভর নয় অর্থাৎ বিশ্বের কোনো মন্দাবস্থা দেশের অর্থনীতির উপর কোনো প্রভাব ফেলবেনা। আর বাংলাদেশের শেয়ারবাজার কোনো দেশের সাথে সম্পৃক্ত নয় কাজেই করোনাভাইরাস দেশের পুঁজিবাজারে প্রভাব ফেলবেনা।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক্স ইনডেক্স বেলা ১১টা ১১ মিনিট পর্যন্ত ১৯২ পয়েন্ট বা ৪ দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০৯৪ পয়েন্টে। শেয়ার দর কমেছে ৩৩০টি কোম্পানির, বেড়েছে ৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ার।

ডিএসই শরিয়াহ ইনডেক্স ৪৭ পয়েন্ট কমে ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএস ৩০ ইনডেক্স ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭১ পয়েন্টে।

     

অপরদিকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ইনডেক্স ২১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৭২৭ পয়েন্টে। এসময় লেনদেন হওয়া ১৫২টি কোম্পানির মধ্যে শেয়ারদর কমেছে ১৪৪টির, দর বেড়েছে মাত্র ৬টি এবং দর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ার।

এদিকে, বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিকে গতকাল, রোববার সনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী।

এসএসজে/২৪/বা

Tagged