বিওতে জমা হয়েছে ওয়ালটন হাইটেকের শেয়ার

এসএমজে ডেস্ক:

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দপ্রাপ্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

আজ ২০ সেপ্টেম্বর (রোববার) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এরআগে, ওয়ালটন হাইটেকের আইপিও’র আবেদন জমা নেওয়া হয় গত ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত । আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ৩৯ কোটি ৩ লাখ টাকার শেয়ারের বিপরীতে জমা পড়ে ৩৭৪ কোটি ৪৩ লাখ টাকা । যা নির্ধারিত কোটার প্রায় সাড়ে ৯ গুণ।

গত ৬ সপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির আইপিওর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়।

উল্লেখ্য, বুক বিল্ডিং পদ্ধতির আইপিওতে কোম্পানিটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার করে। যার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয় ১৩ লাখ ৭৯ হাজার ৩৬৭টি শেয়ার। বাকি ১৫ লাখ ৪৮ হাজার ৯৭৬টি শেয়ার বিক্রি করা হয সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বিডিংয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে কোম্পানিটির শেয়ারের কাট-অফ প্রাইস বা প্রান্তসীমা নির্ধারিত হয়েছে ৩১৫ টাকা।  আইন অনুসারে, এই প্রান্তসীমা থেকে কমপক্ষে ১০ শতাংশ কমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করতে হয়। তবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২০ শতাংশ ছাড়ে এই শেয়ার ইস্যু করে। তাতে আর ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের জন্য প্রস্তাবিত দর দর দাঁড়ায় ২৫২ টাকা।

জানা যায়, ওয়ালটন হাইটেক আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় খাতে ব্যাবহার করা হবে।

৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছর পুনঃমূল্যায়ন জনিত সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৩ টাকা ১৬ পয়সা ও পুনর্মুল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হযেছে ১৩৮.৫৩ টাকা এবং গত ৫ বছরে কোম্পানিটির ভারিত গড় হিসাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮.৪২ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সূত্র: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)

এসএমজে/২৪/মি

Tagged