এসআইবিএলের ৫ কোম্পানিতে ২৭২ কোটি টাকা ঝুঁকিতে

এসএমজে ডেস্কঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ২৭২ কোটি ১৪ লাখ টাকা বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানিসহ ৫ আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকটির এই বিনিয়োগ রয়েছে।

এসআইবিএলের নিরীক্ষক জানিয়েছে, এসআইবিএলের এমটিডিআরসহ (মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট) ৫ আর্থিক প্রতিষ্ঠানে ২৭২ কোটি ১৪ লাখ টাকা বিনিয়গ রয়েছে। কোম্পানিগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক, রিলায়েন্স ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইউনিয়ন ক্যাপিটাল। উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ফাইন্যান্স ছাড়া বাকিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত।

কোম্পানিটির নিরীক্ষক জানিয়েছে, কোভিড-১৯ এর কারণে উল্লেখিত প্রতিষ্ঠানগুলো ব্যাপক লিক্যুইডিটি ক্রাইসিসের মধ্যে রয়েছে। যে কারণে এসআইবিএলের বিনিয়োগ উত্তোলনের জন্য অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
এসএমজে/২৪/রা

Tagged