দেশের পুঁজিবাজারে এবার শুরু হয়েছে বিমা খাতের কিছু কোম্পানি নিয়ে কারসাজি। আর তাতেই মাত্র এক মাসে দ্বিগুণের বেশি বেড়েছে ক্রিস্টাল ইনস্যুরেন্সের শেয়ারের দাম। গত ২০ আগস্ট কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৫৪ টাকা ৮০ পয়সা।
গত সোমবার দিন শেষে সেই দাম বেড়ে হয়েছে ১১৫ টাকা ৭০ পয়সা। সেই হিসাবে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৬১ টাকা বা ১১১ শতাংশ। কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধিতে শেয়ারের দামের এ অস্বাভাবিক উত্থান হয়েছে।
ক্রিস্টাল ইনস্যুরেন্সের শেয়ারের দাম যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, রেনেটা, স্কয়ার ফার্মার মতো ভালো মৌলভিত্তির শেয়ারের দাম আটকে আছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে। ফ্লোর প্রাইসে আটকে থাকার কারণে এসব শেয়ারের খুব বেশি লেনদেনও হচ্ছে না।
গত এক মাসে ক্রিস্টাল ইনস্যুরেন্সের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও মূল্যবৃদ্ধি পেতে পারে এমন কোনো মূল্য সংবেদনশীল তথ্যও এ সময়ে জানায়নি কোম্পানিটি। তা সত্ত্বেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই শেয়ারের দাম।
শুধু তা–ই নয়, বর্তমানে কোম্পানিটির শেয়ারের দাম যে পর্যায়ে উঠেছে, তা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০০ সালের ২১ ডিসেম্বর। এরপর কখনোই এটির শেয়ারের দাম ১০০ টাকা ছাড়ায়নি।
মাঝে কিছুদিন নিম্নমানের কিছু কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির পর এবার কারসাজিকারকেরা বিমার শেয়ারে ভর করেছেন। এ কারণে বাজারে এখন বিমা খাতের শেয়ারের দাপট চলছে। বিমা খাতের কিছু কোম্পানির শেয়ারের দামও বাড়ছে হু হু করে। এটি স্বাভাবিক লক্ষণ নয়। তাই বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে।