এজিএম সম্পন্ন করেছে এপেক্স ফুটওয়্যার

নিজস্ব প্রতিবেদন:

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) লা-ভিটা হল, লেকশোর হোটেল গুলশান-২-এ কোম্পানিটির ২৯ তম বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে চূড়ান্ত অনুমোদন পায়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহি। এসময় কোম্পানির প্রকাশিত ৩১ জুন ২০১৯ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৫৫ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব দেয়া হয়।

গত বছরেও কোম্পানিটি ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।একই ধারাবাহিকতা বজায় রাখার ফলে বিনিয়োগকারীদের মধ্যে এজিএমে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আগামী অর্থ বছরগুলোতে কোম্পানিটি আরেকটু বেশি ডিভিডেন্ড ঘোষণা করার প্রত্যাশা রাখেন সাধারন বিনিয়োগকারীরা।

এ বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৯১ টাকা, গত বছর যার পরিমাণ ছিল ১১.৫৪ টাকা। এবছর এনএভিপিএস হয়েছে ২৪৯.৮৩ টাকা, গত বছর যার পরিমান ছিল ২৪৪.৪২ টাকা।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানি পরিচালক সৈয়দ নাসিম মনজুর, আব্দুল মোনেম ভূঁইয়া, মো: আবুল হোসাইন, পারভীন মাহমুদ ও কোম্পানি সচিব মো: ওমর ফারুক।

এসএমজে/২৪/মি

Tagged