এজিএম সম্পন্ন করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক:

এজিএম সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

গত ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ২৫ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন পায়। কোম্পানির সূত্রে এ তথ্য পাওয়া যায়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক জনাব সাঈদ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান এবং উদ্যেক্তা পরিচালক জনাবা শিরিন হক, শেয়ারহোল্ডার পরিচালক জনাব সাজেদুর সিরাজ, স্বতন্ত্র পরিচালক জনাব ড. মোস্তফা আকবর, স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান জনাব আল-আমিন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাহাঙ্গীর আলম।এছাড়াও উপস্থিত ছিলেন অর্থায়ন বিভাগের প্রধান জনাব আবুল কালাম আজাদ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্সের প্রধান জনাব দেবব্রত ঘোষ এবং বহি:নিরীক্ষক প্রতিনিধিগণ।সভায় সঞ্চালন করেন কোম্পানি সচিব জনাব ফখরুল ইসলাম ভূঁইয়া এবং সম্মানিত শেয়ারহোল্ডাররা জুমে উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থ বছরে সকল শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

এসএমজে/২৪/রা

Tagged