এখন থেকে বিনিয়োগকারীদের ভোটের মাধ্যমে অনুমোদন করা হবে এজিএমের সব এজেন্ডা। এতদিন সাধারণ বিনিয়োগকারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করে এজিএম পার্টির মাধ্যমে দীর্ঘদিন ধরে বড় অংকের টাকার বিনিময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ম্যানেজ হয়ে আসছিল। একই সঙ্গে ভালো কোম্পানিগুলোকে এজিএম পার্টির দ্ধারা হেনস্থার শিকার হতে হতো এবং অসৎ উদ্দেশ্যের উদ্যোক্তা/পরিচালকেরা এজিএম পার্টি দিয়ে তাদের স্বার্থ হাসিল করে আসছিল। শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন সেই সমস্যা কাটিয়ে তুলতে বিনিয়োগকারীদের ভোটের ব্যবস্থা করে নির্দেশনা জারি করেছে। যার মাধ্যমে অনুমোদিত হবে আলোচ্যসূচি (এজেন্ডা)। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর হয়। আমরা অনেক দিন থেকেই বিষয়টি নিয়ে লিখে আসছি। আমরা মনে করি এজিএমগুলো প্রকৃত বিনিয়োগকারীদের অধিকার নিশ্চিত হোক। একইসঙ্গে এজিএম পার্টির দৌরাত্ম্য বন্ধ হোক।
সশরীরে বা অনলাইনে এজিএম বা ইজিএম আয়োজনের ক্ষেত্রে প্রতিটি কোম্পানি বিনিয়োগকারীদের নোটিশ দেবে। এক্ষেত্রে মিটিংয়ের জায়গা এবং অনলাইনে করার ক্ষেত্রে ওয়েব লিংক দেবে। ওই মিটিংয়ে প্রস্তাবিত আলোচ্যসূচির অনুমোদনের জন্য কোম্পানিগুলো সশরীরে পেপার বেলট বা অনলাইনে ইভোটিং এর মাধ্যমে ভোটের নিশ্চয়তা রাখবে।
নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের সিদ্ধান্তের ফলে এজিএম প্রক্রিয়া স্বচ্ছ হবে বলে আমরা আশা করি।