দীর্ঘদিনের খরা কাটিয়ে পুঁজিবাজারে কিছুটা গতি ফিরেছে। লেনদেনও ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা। ঈদুল আজহার আগে শুরু হওয়া বাজারের এ ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচকের কিছুটা উন্নতি হয়েছে। মন্দা বাজারে গতি ফিরে আসা বিনিয়োগকারীদের জন্য অবশ্যই স্বস্তির। তবে নতুন করে বিনিয়োগের আগে সতর্কও থাকতে হবে। এদিকে এখনও অনেক শেয়ারের দর শেয়ারের দর ফেসভ্যালুর নিচে রয়েছে। তাই এখনো অনেক শেয়ার বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে। তবে যেভাবে বাছবিচার ছাড়া সব শেয়ারের দাম বাড়ছে, সেটি উদ্বেগের। তাই বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের এখন সতর্ক থাকতে হবে। ভালো শেয়ারে বিনিয়োগই বিনিয়োগকারীদের জন্য একমাত্র রক্ষাকবচ। কারসাজির কারণে খারাপ শেয়ারের দাম যেমন দ্রুত বাড়ে, তেমনি কমার সময়ও তা দ্রুত কমে। আবার ওসব শেয়ার থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা কম। তাই ঊর্ধ্বমুখী বর্তমান বাজারে ভালো শেয়ারে বিনিয়োগই বিনিয়োগকারীদের লক্ষ্য হওয়া উচিত। এতে ক্ষতি থেকে বাঁচার সুযোগ সৃষ্টি হতে পারে। এ কারণে বিনিয়োগকারীদের জেনেবুঝে বিনিয়োগ করা প্রয়োজন।