একনজরে ডিএসইর খাত ভিত্তিক লেনদেন

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান পুঁজিবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। আজ ১২ জানুয়ারি, মঙ্গলবার ডিএসইর লেনদেনে সেক্টরটি ৫.৪৫% বৃদ্ধি পেয়েছে। সেক্টরে থাকা ৪১টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৮টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তীত রয়েছে ৭টি কোম্পানির শেয়ার দর।

 

অপরদিকে লোকশানে আছে মিউচ্যুয়াল লান্ড, যতদিন পর্যন্ত ফ্লোর প্রাইস থেকে শেয়ার দর বৃদ্ধি না পাবে ততোদিন এটাকে কারেকশন বলা যাচ্ছে না। আজ ডিএসইর লেনদেনে সেক্টরটি ১.১৮% হ্রাস পেয়েছে। সেক্টরে থাকা ৩৭টি কোম্পানির মধ্যে ১৭টি কোম্পানির শেয়ার মূল্য হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে মাত্র ৫টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তীত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged