ইনটেকের পরিচালকদের ২৫ লাখ করে জরিমানা

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৭২৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, ইনটেকের পরিচালনা পর্ষদ ব্যবসা ভিন্ন খাতে সম্প্রসারন সংক্রান্ত বিষয়ে বার্সিক সাধারন সভায় (এজিএম)এজেন্ডায় না তোলা এবং রিসোর্ট প্রজেক্ট করা, মৎস খাতে ব্যবসা শুরু করা ও বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ করা ও বিনিয়োগ ফেরত আনা সম্পর্কে পিএসআই প্রকাশ করেনি।

এছাড়া কমিশনের আইন অনুযায়ী কোম্পানির পরিচালনা পর্ষদেন নিতট যে ন্যূনতম থাকার কথা তারা সে পরিমান শেয়ার ধারন করেনি। যার ফলে লিস্টিং রেগুলেশন আইন লংঘন করেছে ইনটেক।

উপোরোক্ত আইন লংঘন করার কারনে কোম্পানির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনিত ব্যতিত) ২৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

সূত্র: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

এসএমজে/২৪/মি

Tagged