নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইজেনারেশনের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আগামী ১২ জানুয়ারি থেকে আবেদন শুরু। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
এর আগে, গত ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।
ইজেনারেশনের ২০১৮-১৯ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২০.৫৬ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে নিয়জিত রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
এসএমজে/২৪/মি