গত সপ্তাহের দরপতন, আর চলতি সপ্তাহের শুরুর দিন রোববারের পর সোমবারও দেশের পুঁজিবাজারে বড় দরপতনের প্রতিবাদে দুপুরে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এ মানববন্ধন হয়। এ সময় দ্রুত দরপতন থেকে পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর দাবি জানান তারা। বিভিন্ন গণমাধ্যম এই খবর প্রকাশ করে।
একইসঙ্গে গত ১০ অক্টোবর থেকে চলা এ দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিনিয়োগকারীরা।
গত দুই বছর আগে পুঁজিবাজারে এ ধরনের চিত্র প্রায়ই দেখা যেতো। দীর্ঘদিন পর আবারও রাস্তায় নামলেন বিনিয়োগকারীরা। আসলে এ দায় কার? নিশ্চয় কোনো না কোনো কারণ রয়েছে। গতকাল একদিনেই ডিএসই সূচকের ১২০ পয়েন্ট নেই। এর কারণ খতিয়ে দেখা দরকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
বাজারের অবস্থা দেখে মনে হতেই পারে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছে। এর জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। দেশের অর্থনীতির এমন কী হলো, পুঁজিবাজারে এভাবে একের পর এক টানা ধস শুরু হলো?